~; অনুভবে আছো ;~
কানে কানে মিষ্টি করে আবার বলবে
" ভালোবাসি তোমায় ..."
কৃঞ্চচুরার মত লাল জামায় ,
গরুর গাড়িতে চরে নদীর ঐ পারে ,
ধুলো মাখা মেঠো পথে ,
শুকনা পাতা আর অজশ্র ধুলা ও নিন্দা নিয়ে-
একে বেঁকে চলে যাওয়া মেঠো পথের পরে ,
সুদুর কোন গাঁয়ে ,
দেখা মেলে এক বাউন্ডুলে বালকের ,
প্রকৃতীর মত চঞ্চল অথচ কোমল ,
যার ছুটে চলা মেঠো পথের মতই ,
এলোমেলো আঁকাবাকা ,
অথচ কত অদ্ভুত মায়া মায়া !
অন্তরে সাজানো ঘরের রঙিন দেয়ালে ,
বাঁধা হয়ে যায় তার ছবি ,
তার ছায়া ছায়া ভালোবাসা ,
শুকনো পাতার মত অভিমান ,
ধুলোর মত একটু আধটু রাগ ,
সবটাই লেখা হয়ে যায় মনের খাতায় !
পথ সে তো শুধুই ক্ষনিক চলার জন্যে ,
শুকনা পাতা আর ধুলো থাকুক আদর ভরা ,
গন্তব্যে পৌছে যেতেই হয় ,
শুধু থেকে যায় ছবি ,
" বালক থেকো এলো মেলো "!
আবার এ পথে ফিরলে মিষ্টি করে বলো ;
" ভালোবাসি তোমায় ..."
khub valo
ReplyDelete