~; অসাধ্যও করবো সাধন ;~

আমি উপহার দেবো তোমায় ...
বিচিত্র রঙে রঙিন কয়েকটা প্রজাপতি
তুমি রাঙিয়ে নিও তোমার মন ,
তোমার সাদাকালো সব স্বপ্ন রাঙিও
বলো আমায় আরও যদি হয় প্রয়োজন !

আমি উপহার দেবো তোমায় ...
পদ্দ ফুলে ভরা শান বাঁধানো পুকুর
তুমি সান্ধ ভ্রমনে বেরিয়ে ঘাটে বসবে ,
স্মিত হাসি মূখে আর চোখে মায়া
গুন গুনিয়ে প্রিয় কোন সুর গাইবে !

আমি উপহার দেবো তোমায় ...
পুর্নিমা রাতে উপচেপড়া জোছনা
তুমি ভিজবে ইচ্ছে তোমার যত ,
কিংবা চাঁদের ছাঁয়া দেখবে মেঘে
সবটুকুই শুধু তোমার মনের মত !

আমি উপহার দেবো তোমায় ...
দিনের শুরু থেকে রাতের শেষে
শত সহস্র সুখ মাখা হাসি ,
প্রতিটাদিন তর-তাজা সতেজ
কখনো দেব না হতে বাসি !



0 comments:
Post a Comment