বাঁধা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
~; বাঁধা ;~



তুমি থাকো অনেক দুরে ,
তবুও তুমি তুমি আমার অন্তর জুরে ...
চাই তোমায় পেতে কাছে 

সকালের রোদ থেকে সাঝের প্রদীপে ,
চাই আঁকতে মিঠে স্বপ্ন 
আঁধার কিংবা আলোর নিজস্ব রুপে !
তুমি থাকো অনেক দুরে ,
তবুও তুমি তুমি আমার অন্তর জুরে ...
আমার আশা আর নিরাশায় 
তোমায় পাশে খুজি ,
তোমায় ছাড়া মুহুর্ত সব 
অকারন সুখের কারসাজি !
তুমি থাকো অনেক দুরে ,
তবুও তুমি তুমি আমার অন্তর জুরে ...
যদি বৃষ্টি হতাম তবে 
তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ,
চোখে জমা বিষাদটুকু 
এক নিমেষে ধুয়ে দিতাম !
তুমি থাকো অনেক দুরে ,
তবুও তুমি তুমি আমার অন্তর জুরে ...
হতাম যদি ছোট্ট পাখি 
সত্যি উড়ে যেতাম ,
সারাবেলা হাজার ছলে শুধু 
তোমায় জড়িয়ে থাকতাম !

0 comments:

Post a Comment