চোখে আঙুল | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; চোখে আঙুল ;~

»»» তাছনীম বিন আহসান 
»
কারে খুজে অকারন কষ্টে থাকিস বোকা ,
তোর জীবনে ওটাই ছিল মস্ত বড় ধোকা !
কোন সে কালে হারিয়ে কারে 
আজো কাদিস লুকিয়ে ,
তোরে ছেড়ে সে তো দুরে 
দে মন থেকেও তাড়িয়ে !
কত কিছুই হারিয়ে এত দুরে আজ তুই ,
থামেনি জীবন কষ্ট শুধু হয়েছে যা একটুই !
তবে কেন হারিয়ে যাওয়া 
অকৃতঙ্গ কারো জন্যে ,
ভরপুর তোর সব কিছু 
দিচ্ছিস ঠেলে শুন্যে !
সতেজ জীবন শুকিয়ে কি লাভ হবে তোর ,
আধার সরিয়ে রোজ-ই আসে নুতুন ভোর !
আলোয় ভরিয়ে মনের আঙিনা 
নুতুনেরে কর আহ্ববান ,
পাশে নাইবা রইলো কেউ 
গেয়ে যা সুখের গান !
»
»
»

0 comments:

Post a Comment