কাব্য রচনার প্রত্যাশা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
~; কাব্য রচনার প্রত্যাশা ;~

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...

প্রতিটা অক্ষর তোমার জন্যেই হবে
আর প্রতিটা দাড়ি কমা হাইফেন ,
তুমি কখনোই জানবে না ,
পড়বেনা সে লেখা ,
সে লেখায় থাকবে তোমার স্মৃতি ,
তোমার রাগ তোমার অভিমান ,
তোমার সব আদর ,
আর যা কিছু তোমার থেকে শেখা !

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...

তুমি সুখে আছো ভেবেই লিখবো ,
প্রার্থনা যদি করতেই হয় ,
বিধাতার কাছে তোমার ভালো চাইবো ,
তুমি শুধু থেকো অনেক ভালো ,
অজানা অচেনা পথে আমার সব ,
পাওয়া আর হারিয়ে ফেলা ,
গুনতে গুনতে ক্লান্ত দুঃখের বোঝা ,
তোমার জীবনে থাকুক জোসনা আলো !

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...
.
.
.
.


! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

0 comments:

Post a Comment