
তোর চোখেতে একে দেবো
হাজার স্বপ্ন সূখের ,
তোর কন্ঠে সুর হয়ে বাজবে
কথা যত মনের !

তুই আমার অন্তর রাজ্যে মহারানী ,
তোকে ছাড়া শুন্য সব এটাই জানি ,

তুই আমার সকালের সুর্য
মিষ্টি রোদের আদর ,
তুই আমার ভর দুপুরে
শীতল ছায়ার আশর !

তোকে দেবো বেচে থাকার প্রেরনা ,
তুই ছাড়া আমি যে কিছুই না ,

তুই আমার ক্লান্ত সাঝে
ঘরে ফেরার তারা ,
তোর আদর মায়া ভালোবাসায়
আমি বাঁধন হারা !

#তাছনীম
0 comments:
Post a Comment