অনুপ্রেরণা তুমি | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; অনুপ্রেরণা তুমি ;~


তুমি আছো বলেই ...
এখনো পথ ভুলিনি আমি ,
এখনো দিন শেষে ক্লান্ত পাখির মত ফিরে আসি ,
এখনো পুর্নিমা রাতে জোসনা দেখি ,
আর অমাবশ্যায় নিঃসিম আঁধার ,
তুমি আছো বলেই ...
এখননো রোজ সুর্যদয়কে স্বাগত জানাই ,
এখনো মিঠে রোদে দুরের পানে চেয়ে থাকি ,
এখনো খাতা পেন্সিলে আঁকি কাব্য ,
তুমি তুমি শুধু তুমি কাব্যের খাতা আমার ,
তুমি আছো বলেই ...
হারিয়ে যাইনি আমি আঁধারের হাতছানিতে ,
ভুলিনি এই বিশেষ মানুষ সত্তা আমার ,
ছেড়ে দেইনি স্বপ্ন দেখার পাগলামী ,
আর আজো ভুল করিনা ভালোবাসতে ,
তুমি আছো বলেই ...
,
,
,
,

0 comments:

Post a Comment