অভিশাপ নয় | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
একদিন বুঝবি আমি কতটা গুরুত্বপুর্ন ছিলাম ...

চেনা পথ গুলোয় হাটতে হাটতে অনুভব করবি খুব নির্ভরতার হাতটা নেই ...
এদিক ওদিক তাকাবি ,
হাজার স্বজনের ভিরেও একলা লাগবে ...

স্মৃতীর পাতায় পাতায় আমার সাথে কাটানো মজার সময় খুঁজে খুঁজে মরবি ,
তখন দেখবি কতটা অবহেলা ছিল তোর ব্যাবহারে ,
কতটা নিয়েছিস তুই ,
আর কি দিয়েছিস আমায় ...

অমাবশ্যার গভীর কোন রাতে
আকাশের তারায় আমায় আঁকার ব্যার্থ চেষ্টায় ক্লান্ত হয়ে শেষে কাঁদবি ...

অভিশাপ ,
না এ অভিশাপ নয় ...
অভিশাপ দেয়ার হলে তুই নিজেই নিজেকে একদিন অভিশাপ দিবি ,
যখন আমি গ্রহান্তরে ...
যখন আমি আর থাকবোনা এখানে ...



  #তাছনীম  

0 comments:

Post a Comment