তোমারে | মাহমুদ মোর্শেদ লিয়ন

Edit প্রকাশকরেছেন with No comments
তোমারে
মাহমুদ মোর্শেদ লিয়ন
(১৬-০৪-২০১৬)

চাঁদ জোছনা সব অসহ্য
অবাক হয়োনা,
যখন তুমিই আমার!
পৃথিবীর ধ্বংসের দ্বারপ্রান্তে
তোমায় ভালবাসি,
কথাটাই বলবো শেষবার!
সকাল-সন্ধ্যা পাখির কলরব
বিশ্রী কটু,
অনাকাঙ্খীত লাগে সব!
অমন করে হেসোনা প্রিয়া
তোমার কন্ঠরাগীনি,
কানে দেয় সুখ অনুভব!
হাসনাহেনা বেলীর পঁচা দূর্গন্ধ
কেমন যেন,
মাখতে চাইনা গায়ে!
অমন করে তাকিয়োনা গো
সবই সুখ,
তোমার আমার প্রাণে!
স্বপ্ন বুনিও না
যদি সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়
জীবনটাকে বাধিও না
যদি অপর জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়
একটাও গান গাহিও না
যদি কেহ গানটা না গায়
একটাও কবিতা লিখিও না
যদি কবিতার মানুষটাই
আপন না হয়।
ভালোবাসিও না যদি
মানুষটা অমানুষ হয়।


0 comments:

Post a Comment