আমার যাতনা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; আমার যাতনা ;~

হাসি দিয়ে ঢেকে রাখি 
মনের হাজার ব্যাথা ,
প্রদীপ নিজেই আঁধারে থাকে 
ক'জনে জানে সে কথা !
হয়তো আমি সবটুকু ঢাকতে পারি সবার থেকে ,
কিন্তু নিজের কাছে ঢাকতে পারিনা নিজেকে !

স্বপ্ন দিয়ে ঢেকে রাখি 
না পাওয়ার বেদনা ,
স্বপ্নেরা যে সাদাকালো 
সবাই তো জানেনা !
হয়তো আমি সবটুকু ঢাকতে পারি সবার থেকে ,
কিন্তু নিজের কাছে ঢাকতে পারিনা নিজেকে !

হাজার খেলায় আড়াল করি 
একা থাকার শুন্যতা ,
অস্তিত্ব দিয়ে খুঁজে ফিরি 
এ জীবনের যথার্থতা !
হয়তো আমি সবটুকু ঢাকতে পারি সবার থেকে ,
কিন্তু নিজের কাছে ঢাকতে পারিনা নিজেকে !

ঘুমের মাঝে সাজিয়ে রাখি 
অন্য একটা ঘর ,
আমার আপন আমিই জগতে 
আর সবাই পর !
হয়তো আমি সবটুকু ঢাকতে পারি সবার থেকে ,
কিন্তু নিজের কাছে ঢাকতে পারিনা নিজেকে !



0 comments:

Post a Comment