খেলার ছলে | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with 1 comment

~; খেলার ছলে ;~
.
ছায়া খুঁজি আঁধার পথে
আলোর শুধুই অভাব ,
আলো খুঁজি অন্ধ চোখে
প্রশ্নের পাইনা জবাব !
হাজার প্রশ্ন মনের আড়ালে ...
মানুষ খুঁজি মৃত্যুপুরীতে
সবই ফাকা ফাকা ,
একটা ক্যানভাসে তাই
হাজার ছবি আঁকা !
রং শুধুই সাদা কালো ...
সুঁচ খুঁজি খরের গাদায়
শুধুই খেটে মরা ,
সুখের পেছনে ছুটে কভু
সুখ যায়না ধরা !
সুখতো বিধাতার স্বর্গীয় কৃপা ...
তোমার ভেতর খুঁজি আমাকে
অসম্ভব স্বপ্নের মায়ায় ,
অবহেলা নিয়েও বেচে থাকি
ভালোবাসি যে তোমায় !
তোমায় ছাড়া আমিইতো আমি না ...
.
.


! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

1 comment: