চাই করুনা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; চাই করুনা ;~

চোখ মেলে ভোর দেখি 
সোনালী সুর্যের আলো ,
শিশির ভেজা ঘাসের ডগা 
লাগে ভীষন ভালো !

স্রষ্টা তোমার অপার কৃপা 
তুমি দিয়েছো জীবন ,
চোখ দিয়েছো মন দিয়েছো 
তোমায় স্বরি সারাক্ষণ !

সাঝের বেলায় আঁধার দিয়ে 
চতুর্দীক যখন ঢাকে ,
পাখিরা সব ক্লান্ত ডানায় 
ঘরে ফিরতে থাকে !

তোমার কথাই ভাবি প্রভু 
মনে নিয়ে কৃতজ্ঞতা ,
কত সুন্দর লিলা তোমার 
কি অসিম মহানুভবতা !

রাতের নিঝুম নিরব ক্ষনে 
ঘুম লাগা চোখে ,
স্বপ্ন হাজার ভীর করে 
মায়ায় ভরিয়ে রাখে !

তখন আমার ভুল জীবনের 
সবটাই দেখা দেয় ,
প্রভু তুমিতো মহান দয়ালু 
ক্ষমা কর আমায় !







0 comments:

Post a Comment