আমার প্রতিদান | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with 3 comments
 আমার প্রতিদান 


বোঝনা তুমি
আমার সুখ তোমায় ঘীরে শুধুই,
জানোনা তুমি
ফিরে আসবো তাড়িয়ে দাও যতই!
বলবো কতটা
কাছে চাই প্রতিটাক্ষন ওগো প্রিয়,
জানাবো কতটা
জমানো আছে স্বপ্ন অবর্ননীয়!
সাঝের শুরু
সন্ধ্যা বাতি ওগো তুমি আমার,
ভোরের সুর্য
সকল কাজে তুমি সঙ্গী ব্যাস্ততার!
পুর্নিমা রাতে
জোছনা মাখিয়ে আদর প্রিয় তুমি,
ঘোর অমাবশ্যায়
আঁধারের নিঃস্বঙ্গ সুর বেনামী!
আমার তুমি
আমার সব কিছুতেই সারাবেলা,
আমার তুমি
দিয়েছো আমায় শত অবহেলা!
একলা তুমি
কত কষ্ট আর পারবে দিতে আমাকে,
তবুও আমি
মনে প্রানে ভালোবাসবো তোমাকে!

 
#তাছনীম

কাছের মানুষ তোমার | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; কাছের মানুষ তোমার ;~

 
আমি যদি ঝর্না হতাম
পাহারের কোন ভাঙ্গা চোরা ফাটলে ,
কিংবা ব্যাস্ত রাস্তার মোরে ,
ঝরে ঝরে পরতাম সারাবেলা !
আমি যদি পাখি হতাম
নীল আকাশের নিচে ডানা মেলা ,
কিংবা খাঁচায় বন্দী কোন ঘরে ,
নুতুন সুরে গাইতাম সারাবেলা !
আমি যদি মাছ হতাম
মিঠা পানির শান্ত কোন নদীতে ,
কিংবা কাচের একুরিয়ামে ,
অযথাই সাতার কাটতাম সারাবেলা !
আমি যদি খেলনা হতাম
তুলতুলে কোন খুকির আদর হাতে ,
কিংবা কোন সুন্দর দোকানে ,
শুধুই আদর মাখতাম সারাবেলা !
আমি যদি পাগল হতাম
ফুটপাথে ছেড়া কাপড় জামা পড়া ,
কিংবা হাসপাতালের বন্ধ ঘরে ,
কত পাগলামী করতাম সারাবেলা !
আমি যদি দার্শনীক হতাম
ভ্রমনরত দেশ থেকে বিদেশ কত ,
কিংবা গভীর বনে তপস্যারত ,
কত কিছু ভাবতাম সারাবেলা !
আমি যদি আলো হতাম
সারাদিনের ঝলমলে তপ্ত সুর্য ,
কিংবা পুর্নিমার পুর্ন চাঁদ ,
ধরনী আলোকিত করতাম সারাবেলা !
কিন্তু আমি শুধুই আমি
সহজ সাধারন একজন মানুষ ,
কিংবা শুধুই তোমার প্রিয় ,
তাই তোমায় ভালোবাসি সারাবেলা !
|
 
|

! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

খেলার ছলে | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with 1 comment

~; খেলার ছলে ;~
.
ছায়া খুঁজি আঁধার পথে
আলোর শুধুই অভাব ,
আলো খুঁজি অন্ধ চোখে
প্রশ্নের পাইনা জবাব !
হাজার প্রশ্ন মনের আড়ালে ...
মানুষ খুঁজি মৃত্যুপুরীতে
সবই ফাকা ফাকা ,
একটা ক্যানভাসে তাই
হাজার ছবি আঁকা !
রং শুধুই সাদা কালো ...
সুঁচ খুঁজি খরের গাদায়
শুধুই খেটে মরা ,
সুখের পেছনে ছুটে কভু
সুখ যায়না ধরা !
সুখতো বিধাতার স্বর্গীয় কৃপা ...
তোমার ভেতর খুঁজি আমাকে
অসম্ভব স্বপ্নের মায়ায় ,
অবহেলা নিয়েও বেচে থাকি
ভালোবাসি যে তোমায় !
তোমায় ছাড়া আমিইতো আমি না ...
.
.


! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

অনুভবে আছো | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with 1 comment
~; অনুভবে আছো ;~


কানে কানে মিষ্টি করে আবার বলবে
" ভালোবাসি তোমায় ..."
কৃঞ্চচুরার মত লাল জামায় ,
গরুর গাড়িতে চরে নদীর ঐ পারে ,
ধুলো মাখা মেঠো পথে ,
শুকনা পাতা আর অজশ্র ধুলা ও নিন্দা নিয়ে-
একে বেঁকে চলে যাওয়া মেঠো পথের পরে ,
সুদুর কোন গাঁয়ে ,
দেখা মেলে এক বাউন্ডুলে বালকের ,
প্রকৃতীর মত চঞ্চল অথচ কোমল , 
যার ছুটে চলা মেঠো পথের মতই ,
এলোমেলো আঁকাবাকা ,
অথচ কত অদ্ভুত মায়া মায়া !
অন্তরে সাজানো ঘরের রঙিন দেয়ালে ,
বাঁধা হয়ে যায় তার ছবি ,
তার ছায়া ছায়া ভালোবাসা ,
শুকনো পাতার মত অভিমান ,
ধুলোর মত একটু আধটু রাগ ,
সবটাই লেখা হয়ে যায় মনের খাতায় !
পথ সে তো শুধুই ক্ষনিক চলার জন্যে ,
শুকনা পাতা আর ধুলো থাকুক আদর ভরা ,
গন্তব্যে পৌছে যেতেই হয় ,
শুধু থেকে যায় ছবি ,
" বালক থেকো এলো মেলো "!
আবার এ পথে ফিরলে মিষ্টি করে বলো ;
" ভালোবাসি তোমায় ..."







! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

কাব্য রচনার প্রত্যাশা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
~; কাব্য রচনার প্রত্যাশা ;~

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...

প্রতিটা অক্ষর তোমার জন্যেই হবে
আর প্রতিটা দাড়ি কমা হাইফেন ,
তুমি কখনোই জানবে না ,
পড়বেনা সে লেখা ,
সে লেখায় থাকবে তোমার স্মৃতি ,
তোমার রাগ তোমার অভিমান ,
তোমার সব আদর ,
আর যা কিছু তোমার থেকে শেখা !

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...

তুমি সুখে আছো ভেবেই লিখবো ,
প্রার্থনা যদি করতেই হয় ,
বিধাতার কাছে তোমার ভালো চাইবো ,
তুমি শুধু থেকো অনেক ভালো ,
অজানা অচেনা পথে আমার সব ,
পাওয়া আর হারিয়ে ফেলা ,
গুনতে গুনতে ক্লান্ত দুঃখের বোঝা ,
তোমার জীবনে থাকুক জোসনা আলো !

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...
.
.
.
.


! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

প্রতিটাক্ষন | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
~; প্রতিটাক্ষন ;~


তোর চোখেতে একে দেবো
হাজার স্বপ্ন সূখের ,
তোর কন্ঠে সুর হয়ে বাজবে
কথা যত মনের !

তুই আমার অন্তর রাজ্যে মহারানী ,
তোকে ছাড়া শুন্য সব এটাই জানি ,

তুই আমার সকালের সুর্য
মিষ্টি রোদের আদর ,
তুই আমার ভর দুপুরে
শীতল ছায়ার আশর !

তোকে দেবো বেচে থাকার প্রেরনা ,
তুই ছাড়া আমি যে কিছুই না ,

তুই আমার ক্লান্ত সাঝে
ঘরে ফেরার তারা ,
তোর আদর মায়া ভালোবাসায়
আমি বাঁধন হারা !

























#তাছনীম

! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !


আত্মিক | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; আত্মিক ;~



চুপি চুপি সন্ধ্যা নামে
পাখিরা ফেরে ঘরে ,
একটু একটু আঁধার লাগে
একলা আকাশ জুরে !
শুধু মনের উদাসী আঙিনায় ...
তারাদের ঘুম ভেঙ্গে যায়
জোসনা দেয় দেখা ,
মন জুরে আহা জারি
স্মৃতি কত লেখা !
অজানা কোন বিরহের সুরে ...
অবেহেলায় অসহায় কবিতা সব
পায়না শব্দের রুপ ,
অকারন অভিমানে অবুঝ মন
সুখে দুঃখে নিশ্চুপ !
শুধুই নিজের মাঝে নিজের খোঁজে ...
.
.
.

অভিশাপ নয় | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
একদিন বুঝবি আমি কতটা গুরুত্বপুর্ন ছিলাম ...

চেনা পথ গুলোয় হাটতে হাটতে অনুভব করবি খুব নির্ভরতার হাতটা নেই ...
এদিক ওদিক তাকাবি ,
হাজার স্বজনের ভিরেও একলা লাগবে ...

স্মৃতীর পাতায় পাতায় আমার সাথে কাটানো মজার সময় খুঁজে খুঁজে মরবি ,
তখন দেখবি কতটা অবহেলা ছিল তোর ব্যাবহারে ,
কতটা নিয়েছিস তুই ,
আর কি দিয়েছিস আমায় ...

অমাবশ্যার গভীর কোন রাতে
আকাশের তারায় আমায় আঁকার ব্যার্থ চেষ্টায় ক্লান্ত হয়ে শেষে কাঁদবি ...

অভিশাপ ,
না এ অভিশাপ নয় ...
অভিশাপ দেয়ার হলে তুই নিজেই নিজেকে একদিন অভিশাপ দিবি ,
যখন আমি গ্রহান্তরে ...
যখন আমি আর থাকবোনা এখানে ...



  #তাছনীম  

চোখে আঙুল | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; চোখে আঙুল ;~

»»» তাছনীম বিন আহসান 
»
কারে খুজে অকারন কষ্টে থাকিস বোকা ,
তোর জীবনে ওটাই ছিল মস্ত বড় ধোকা !
কোন সে কালে হারিয়ে কারে 
আজো কাদিস লুকিয়ে ,
তোরে ছেড়ে সে তো দুরে 
দে মন থেকেও তাড়িয়ে !
কত কিছুই হারিয়ে এত দুরে আজ তুই ,
থামেনি জীবন কষ্ট শুধু হয়েছে যা একটুই !
তবে কেন হারিয়ে যাওয়া 
অকৃতঙ্গ কারো জন্যে ,
ভরপুর তোর সব কিছু 
দিচ্ছিস ঠেলে শুন্যে !
সতেজ জীবন শুকিয়ে কি লাভ হবে তোর ,
আধার সরিয়ে রোজ-ই আসে নুতুন ভোর !
আলোয় ভরিয়ে মনের আঙিনা 
নুতুনেরে কর আহ্ববান ,
পাশে নাইবা রইলো কেউ 
গেয়ে যা সুখের গান !
»
»
»

অনুপ্রেরণা তুমি | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; অনুপ্রেরণা তুমি ;~


তুমি আছো বলেই ...
এখনো পথ ভুলিনি আমি ,
এখনো দিন শেষে ক্লান্ত পাখির মত ফিরে আসি ,
এখনো পুর্নিমা রাতে জোসনা দেখি ,
আর অমাবশ্যায় নিঃসিম আঁধার ,
তুমি আছো বলেই ...
এখননো রোজ সুর্যদয়কে স্বাগত জানাই ,
এখনো মিঠে রোদে দুরের পানে চেয়ে থাকি ,
এখনো খাতা পেন্সিলে আঁকি কাব্য ,
তুমি তুমি শুধু তুমি কাব্যের খাতা আমার ,
তুমি আছো বলেই ...
হারিয়ে যাইনি আমি আঁধারের হাতছানিতে ,
ভুলিনি এই বিশেষ মানুষ সত্তা আমার ,
ছেড়ে দেইনি স্বপ্ন দেখার পাগলামী ,
আর আজো ভুল করিনা ভালোবাসতে ,
তুমি আছো বলেই ...
,
,
,
,

বাঁধা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
~; বাঁধা ;~



তুমি থাকো অনেক দুরে ,
তবুও তুমি তুমি আমার অন্তর জুরে ...
চাই তোমায় পেতে কাছে 

সকালের রোদ থেকে সাঝের প্রদীপে ,
চাই আঁকতে মিঠে স্বপ্ন 
আঁধার কিংবা আলোর নিজস্ব রুপে !
তুমি থাকো অনেক দুরে ,
তবুও তুমি তুমি আমার অন্তর জুরে ...
আমার আশা আর নিরাশায় 
তোমায় পাশে খুজি ,
তোমায় ছাড়া মুহুর্ত সব 
অকারন সুখের কারসাজি !
তুমি থাকো অনেক দুরে ,
তবুও তুমি তুমি আমার অন্তর জুরে ...
যদি বৃষ্টি হতাম তবে 
তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ,
চোখে জমা বিষাদটুকু 
এক নিমেষে ধুয়ে দিতাম !
তুমি থাকো অনেক দুরে ,
তবুও তুমি তুমি আমার অন্তর জুরে ...
হতাম যদি ছোট্ট পাখি 
সত্যি উড়ে যেতাম ,
সারাবেলা হাজার ছলে শুধু 
তোমায় জড়িয়ে থাকতাম !

চাই করুনা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; চাই করুনা ;~

চোখ মেলে ভোর দেখি 
সোনালী সুর্যের আলো ,
শিশির ভেজা ঘাসের ডগা 
লাগে ভীষন ভালো !

স্রষ্টা তোমার অপার কৃপা 
তুমি দিয়েছো জীবন ,
চোখ দিয়েছো মন দিয়েছো 
তোমায় স্বরি সারাক্ষণ !

সাঝের বেলায় আঁধার দিয়ে 
চতুর্দীক যখন ঢাকে ,
পাখিরা সব ক্লান্ত ডানায় 
ঘরে ফিরতে থাকে !

তোমার কথাই ভাবি প্রভু 
মনে নিয়ে কৃতজ্ঞতা ,
কত সুন্দর লিলা তোমার 
কি অসিম মহানুভবতা !

রাতের নিঝুম নিরব ক্ষনে 
ঘুম লাগা চোখে ,
স্বপ্ন হাজার ভীর করে 
মায়ায় ভরিয়ে রাখে !

তখন আমার ভুল জীবনের 
সবটাই দেখা দেয় ,
প্রভু তুমিতো মহান দয়ালু 
ক্ষমা কর আমায় !







আমার যাতনা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; আমার যাতনা ;~

হাসি দিয়ে ঢেকে রাখি 
মনের হাজার ব্যাথা ,
প্রদীপ নিজেই আঁধারে থাকে 
ক'জনে জানে সে কথা !
হয়তো আমি সবটুকু ঢাকতে পারি সবার থেকে ,
কিন্তু নিজের কাছে ঢাকতে পারিনা নিজেকে !

স্বপ্ন দিয়ে ঢেকে রাখি 
না পাওয়ার বেদনা ,
স্বপ্নেরা যে সাদাকালো 
সবাই তো জানেনা !
হয়তো আমি সবটুকু ঢাকতে পারি সবার থেকে ,
কিন্তু নিজের কাছে ঢাকতে পারিনা নিজেকে !

হাজার খেলায় আড়াল করি 
একা থাকার শুন্যতা ,
অস্তিত্ব দিয়ে খুঁজে ফিরি 
এ জীবনের যথার্থতা !
হয়তো আমি সবটুকু ঢাকতে পারি সবার থেকে ,
কিন্তু নিজের কাছে ঢাকতে পারিনা নিজেকে !

ঘুমের মাঝে সাজিয়ে রাখি 
অন্য একটা ঘর ,
আমার আপন আমিই জগতে 
আর সবাই পর !
হয়তো আমি সবটুকু ঢাকতে পারি সবার থেকে ,
কিন্তু নিজের কাছে ঢাকতে পারিনা নিজেকে !



অসাধ্যও করবো সাধন | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; অসাধ্যও করবো সাধন ;~

আমি উপহার দেবো তোমায় ...
বিচিত্র রঙে রঙিন কয়েকটা প্রজাপতি 
তুমি রাঙিয়ে নিও তোমার মন ,
তোমার সাদাকালো সব স্বপ্ন রাঙিও 
বলো আমায় আরও যদি হয় প্রয়োজন !
আমি উপহার দেবো তোমায় ...
পদ্দ ফুলে ভরা শান বাঁধানো পুকুর 
তুমি সান্ধ ভ্রমনে বেরিয়ে ঘাটে বসবে ,
স্মিত হাসি মূখে আর চোখে মায়া 
গুন গুনিয়ে প্রিয় কোন সুর গাইবে !
আমি উপহার দেবো তোমায় ...
পুর্নিমা রাতে উপচেপড়া জোছনা 
তুমি ভিজবে ইচ্ছে তোমার যত ,
কিংবা চাঁদের ছাঁয়া দেখবে মেঘে 
সবটুকুই শুধু তোমার মনের মত !
আমি উপহার দেবো তোমায় ...
দিনের শুরু থেকে রাতের শেষে 
শত সহস্র সুখ মাখা হাসি ,
প্রতিটাদিন তর-তাজা সতেজ 
কখনো দেব না হতে বাসি !

inside photos

Edit প্রকাশকরেছেন with No comments
important









নোবডি | আশিকুর সায়মন

Edit প্রকাশকরেছেন with No comments
নোবডি
- আশিকুর সায়মন
.
- স্যার ভিতরে আসতে পারি?
- হুম আসুন। কে আপনি?
- স্যার দারোয়ান ত একবার বললই।
- আবারও শুনতে চাচ্ছি আপনার মুখ থেকে
- স্যার, সত্যি বলতে গেলে "আই এম নোবডি "
আমি মোটেও বিস্মিত হলাম না। এই পেশায় আসার পর এমন
অনেক রোগী দেখেছি।
লোকটি আমার প্রশ্ন শোনার জন্য উতসুক দৃষ্টিতে
তাকিয়ে রয়েছে।
- স্যার, আর কিছু জিজ্ঞাস করবেন?
- না। করবনা। আপনার সমস্যা বলুন?
- স্যার সত্যি বলতে আমার কোনো সমস্যা নেই।
- কেন এসেছেন তাহলে?
- একটা জিনিস বলতে। স্যার আমি মানুষ কিন্তু আমার শরীরে র
কোনো ছায়া পরেনা ।
আমি বুঝতে পারছিলাম লোকটা আমাকে কনফিউজড করার
চেষ্টা করছিল। কিন্তু আমি মোটেও সে দিক খেয়াল না
দিয়ে বললাম আসুন ত দেখি। অনেক ভাবে ঘুরিয়ে ফিরিয়ে
পরিক্ষা করে দেখলাম। সত্যি ই কোনো ছায়া পরছেনা।
এইটা অবশ্যই কো ইন্সিডেন্ট।
আমি কোনো কথা বললাম না। একটা হাসি দিয়ে চেয়ারে
গিয়ে বসলাম।
-স্যার আমার অনেক অতিপ্রাকৃত ক্ষমতা আছে
- হুম বলেন ত কিছু শুনি?
- " স্যার মৃত্যুর সময় মানুষ এর অনেক কষ্ট হয় তাইনা?
- হুম। অবশ্যই
-, """ একজন মানুষ এর মৃত্যুর সময় সবাই তার কাছে আসতে
থাকে কিন্তু সে সবার থেকে অনিচ্ছাকৃত দুরে সরে
যেতে থাকে যার ফলে তার কষ্ট হয় "
- হুম বুঝলাম। আপনি কি বুঝাতে চাচ্ছেন?
- স্যার আপনার মৃত্যুর সময় আপনি সবার কাছে থাকতে
চাইলেও সবাই আপনার কাছ থেকে দুরে সরে যেতে
থাকবে। তখন আপনি আমাকে খুঁজবেন।
- আমার মৃত্যু কবে হবে? বলেন তাহলে
- অইটা স্যার সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না
- তাহলে কিভাবে মৃত্যু হবে তাও ত উনি ছাড়া কেউ জানে না?
- স্যার থাকনা কিছু রহস্য
বলে লোকটা চলে যেতে থাকল। আমি জিজ্ঞাস করলাম
"কে আপনি "
- স্যার জগতের কিছু রহস্য থেকে যাওয়া ভালো। আই এম
নোবডি!
ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছা হচ্ছে না। আসলেই রহস্য থাকা
ভালো। লোকটা মানসিক রোগীও হতে পারে। তাছাড়া
শরীরে একধরনের ক্যামিকেল ইউজ করলে ছায়া পরেনা
বলে শুনেছিলাম। কোনো মতনে মাথা ঠান্ডা করে বসলাম।
কিছুদিন পর.......
আমি গুরুতর অসুস্থ হলাম। শরীর থেকে মাংস নিয়ে পরিক্ষা
করে দেখা গেলো পুরো শরীর এ ইংফেকশন।
দুর্গন্ধ। সত্যিই সবাই আমার কাছ থেকে দুরে সরে
যেতে থাকল।
আমি মনে মনে লোকটার খুজ করেছিলাম। পেয়েও
গিয়েছিলাম ঠিকানা। কিন্তু দেখা করি নাই।
গাছের ছায়ায় বসে আছি। কেউ একজন আমার মাথায় হাত রাখল।
- কে?
- স্যার, আই এম নোবডি।
আমি চমকালাম না।
- স্যার আমার ঠিকানা পেয়েও কেন গেলেন না?
- এমনি। এটাও একটা রহস্য।
- স্যার। সালাম ভাই আর নিতু ভাবীর কথা মনে আছে। ওই যে
আপনার বড় ভাই।। প্যারালাইজড হল। আপনি হাসপাতাল তে
রেখে আসলেন কিন্তু আর নিয়ে আসলেন না।
- এবার আমি চমকালাম। কে আপনি?
লোকটি চলে যেতে যেতে বলল "আই এম নোবডি "
কিছুদিন পর....
আমি সুস্থ হয়ে পরলাম। ভাবতে বসলাম নোবডি কে নিয়ে।
সে বলেছিল আমি মারা যাবো। কিন্তুই শেষ পর্যন্ত আমি
এখন সুস্থ।
সব কিছু মিলে গেলেও এই কথাটা মিলে নি। আবার রহস্য।
রহস্যের জালে আমি আটকে আছি। নিজেকে এই বলে
সান্তনা দেই।
থাকনা কিছু রহস্য। ভালই তো ।

ভাবনা | মাহমুদ মোর্শেদ লিয়ন

Edit প্রকাশকরেছেন with 1 comment
ভাবনা
মাহমুদ মোর্শেদ লিয়ন
(০৩-১০-২০১৬)

কিছু সময় কাঁটাবো তোমার সাথে
স্রোতহীন স্থীর নদীর তীরে
শুনবো শালিক পাখির গান
আর ভেসে আশা বাতাসের অস্পষ্ট ক্রন্দন।
প্রকৃতির সাথে তাল মিলিয়ে
গাইবে তুমি মন হারিয়ে,
দিবো একটা কদম তোমার খোপাতে
কাপা-কাপা হাতে সাহস নিয়ে।
খানিক বাদে ভাবছি আমি
আমার ভাবনার দাম আছে কি!
সময়ের গহ্বরে হারিয়েছো তুমি
অনুভবেও হাতে হাত রাখতে তোমার দায় কি!
আর গাইবে না তুমি
বইছে বাতাস
মন খারাপের দিনে শালিক জোড়া করছে উল্লাস।


প্রেয়সী | মাহমুদ মোর্শেদ লিয়ন

Edit প্রকাশকরেছেন with 1 comment

মাহমুদ মোর্শেদ লিয়ন
(৩০-০৯-২০১৬)


যখন নীল শাড়ী পড়ে আসবে আমার সামনে
মায়া ভরা চোখ বলবে ভালবাসি,
“তুমি কি বাসবে?”

তখন না হয় আমি অগোছালো একজন হয়ে থাকবো,
চুপি চুপি তোমার কানে অস্পষ্ট ভালবাসি বলবো
“মেনে কি নেবে?”
কুয়াশা ভরা রাস্তায় আমার হাতটি ধরে হাটবে,
তখন না হয় তোমার হাতটি শীতলতায় জড়াবে
“তখন কি খুব রাগ হবে?”
তখন না হয় আমি অপরাধী চোখে তোমার দিকে তাকাবো,
ভূবন ভোলানো হাসি দিব,
প্রতিউত্তরে “তুমি কি হাসি দিবে?”