মনের মানচিত্র
- তাছনীম বিন আহসান
কিছু যাত্রা পথের শুরুতেই শেষ হয়ে যায়-
পিছুটান কিংবা ভালোবাসার নামে,
কিছু যাত্রা পথের শুরুতেই শেষ হয়ে যায়-
আলস্য কিংবা সমাজের দামে।
পথিকের পথের নেশা অবিনশ্বর,
হেটে যায় সে অজানা মোহনার পানে,
আপন কে পর করার বাসনায়।
পাগল গুলি খুঁজে পায় পরশ পাথর,
ফুল গুলি খুশি হয় ভোমরার গানে,
শুধু পথিকের সন্ধ্যা হয় অন্য আঙিনায়।
প্রতিদিন আকাশে পুনর্জন্ম হয় তারার,
জোয়ার আসে জোছনার টানে,
দিন গোনে না কেউ পথিকের আশায়।
কিছু পথ সত্যিই শেষ হয়ে যায়-
দেশ কিংবা ঘৃনার নোংরা অহমে,
কিছু পথ সত্যিই শেষ হয়ে যায়-
কিন্তু পথিক কি সত্যিই থামে?